রাজধানীর চকবাজারে প্লাস্টিকের কারখানায় আগুন লেগে কয়েকটি ভবনে ছেয়ে যায় এতে প্রায় ৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বহুজন আহত ও নিখোঁজ রয়েছে।নিমতলির ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারিনি?,বদলাতে পারিনি আমাদের স্বভাব চিপাচাপায় চলছে,এখনো চলছে কেমিক্যালের কারখানা।দূর্ঘটনা হতেই পারে,তবে আমাদের বেপক ক্ষতি হওয়ার কারণ হলো ভবন গুলো এমন ভাবে গড়ে উঠে যে,আক্রান্ত এলাকায় উদ্ধারকারী বাহিনীর গাড়ী যাবে থাক,রিক্সা যাওয়ার রাস্তাও থাকেনা।যারা নিহত হয়েছে তাদের মাগফেরাত কামনা করি,আহতদের সুস্থতা কামনা,এবং এমন বিপদ হতে আল্লাহ্ আমাদের হেফাজত করুন আমিন

0 Comments